স্বাধীনতা দিবসের উপহার, আড়াই বছর পর চালু হল দার্জিলিং মেল

দার্জিলিং মেল ট্রেনের কোচ হলদিবাড়ি থেকে তুলে নেওয়ার পর থেকে দীর্ঘ আন্দোলনে সামিল হয়েছিলেন জলপাইগুড়ি‌বাসী।

স্বাধীনতা দিবসের উপহার,  আড়াই বছর পর চালু হল দার্জিলিং মেল

ট্রাইব টিভি ডিজিটাল: অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। স্বাধীনতা দিবসে নতুন মেল ট্রেন উপহার পেলেন উত্তরবঙ্গবাসী। প্রায় আড়াই বছর পর হলদিবাড়ি থেকে কোচ তুলে টাউন 
স্টেশন হয়ে চালু হল দাজিলিং মেল ট্রেন।

জানা গিয়েছে, দার্জিলিং মেল ট্রেনের কোচ হলদিবাড়ি থেকে তুলে নেওয়ার পর থেকে দীর্ঘ আন্দোলনে সামিল হয়েছিলেন জলপাইগুড়ি‌বাসী। বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি জলপাইগুড়ি নাগরিক মঞ্চের সদস্যরাও আন্দোলন শুরু করেছিলেন। এমনকি আন্দোলনে নেমেছিলেন আইনজীবীরাও। অবশেষে ১৫ অগাস্ট দেশের ৭৬তম স্বাধীনতা দিবসে ফের দার্জিলিং মেল নতুন‌ভাবে চালু করা হল।

সোমবার ট্রেনটি হলদিবাড়ি থেকে জলপাইগুড়ি হয়ে কলকাতার উদ্দেশ্যে র‌ওনা দেয়। এদিকে এতদিন পর ফের দার্জিলিং মেল চালু হওয়ায় দারুণ খুশি জলপাইগুড়ি ও হলদিবাড়ি শহরের মানুষ। সোমবার হলদিবাড়ি স্টেশনে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি‌র সাংসদ ডাঃ জয়ন্ত‌কুমার রায়। দার্জিলিং মেল‌ ফের নতুন উদ‍্যোমে চালু হ‌ওয়ায় সাধারণ যাত্রীদের পাশাপাশি উচ্ছ্বসিত অনেক স্বনামধন্য ব্যক্তিত্বরাও।

কারণ, দার্জিলিং মেলের সঙ্গে জলপাইগুড়ির মানুষের একটা আবেগ জড়িয়ে রয়েছে। শতবর্ষ প্রাচীন এই ট্রেনে জলপাইগুড়িতে যাতায়াত করেছেন দেশ বিদেশের অনেক বিখ্যাত মানুষ।
 এজন্য যাত্রী‌দের শুভেচ্ছা জানাতে এদিন হলদিবাড়ি ও জলপাইগুড়ি টাউন স্টেশনে অসংখ্য মানুষের ভিড় উপচে পড়ে।