কৌশিকী অমাবস্যায় মায়ের স্নানের জল কোথা থেকে আসে জানেন...

শুক্রবার দুপুরে কৌশিকী অমাবস্যার তিথি শুরু হচ্ছে। চলবে শনিবার দুপুর ১টা পর্যন্ত। তাই অমাবস্যা পড়ার আগেই শুক্রবার বেলা ১১টা নাগাদ তারা মা-কে বিশেষ ভোগ দেওয়া হবে।

কৌশিকী অমাবস্যায় মায়ের স্নানের জল কোথা থেকে আসে জানেন...

ট্রাইব টিভি ডিজিটাল: শুক্রবার কৌশিকী অমাবস্যা ঘিরে সকাল থেকেই সাজসাজ রব বীরভূমের তারাপীঠে। শুক্রবার রাতে কৌশিকী অমাবস্যা উপলক্ষে আয়োজন করা হয়েছে বিশেষ পুজো পাঠের। করোনা অতিমারি পর্ব কাটিয়ে টানা দু'বছর পর ফের উৎসবের মেজাজে মেতে তারাপীঠ। 

কথিত আছে, কৌশিকী অমাবস্যার বিশেষ এই তিথিতে মায়ের পুজো দিলে তারা মা সকলের মনোস্কামনা পূর্ণ করেন। আর সেই উপলক্ষেই এদিন দূরদুরান্ত থেকে ব্যাপক ভক্ত সমাগম হয়েছে তারাপীঠে। রীতি মেনে অমাবস্যা পড়ার আগেই কাকভোরে স্নান করানো হয় তারা মায়ের বিগ্রহকে। তারপর দিনভোর চলবে বিশেষ পুজো-অর্চনা। তবে এবারে কৌশিকী অমাবস্যায় তারাপীঠে তারা মায়ের পুজোর বিশেষত্ব হল, দক্ষিণেশ্বর থেকে আনা গঙ্গার জলে স্নান করানো হবে বিগ্রহকে।

আরও জানা গিয়েছে, কৌশিকী অমাবস্যায় তারা মায়ের স্নানের জন্য এবারে দক্ষিণেশ্বরে গঙ্গার ঘাট থেকে জল আনা হচ্ছে। সেই জলেই স্নান করানো হবে তারামায়ের শিলামূর্তি। তবে দক্ষিণেশ্বর গঙ্গার ঘাট থেকে যাঁরা জল আনবেন, তাঁরা ট্রেনে, বাসে বা গাড়িতে চড়ে নয়, হেঁটে কাঁখে করেই জল নিয়ে আসছেন তারাপীঠে। ঠিক যেমন, বৈশাখ বা শ্রাবণ মাসে মহাদেবের মাথায় জল ঢালতে বাঁক নিয়ে তারকেশ্বর যান পুণ্যার্থীরা।

শুক্রবার দুপুরে কৌশিকী অমাবস্যার তিথি শুরু হচ্ছে। চলবে শনিবার দুপুর ১টা পর্যন্ত। তাই অমাবস্যা পড়ার আগেই শুক্রবার বেলা ১১টা নাগাদ তারা মা-কে বিশেষ ভোগ দেওয়া হবে। ভোগ দেওয়ার সময় মন্দিরের গর্ভগৃহের দ্বার বন্ধ থাকবে। কিছুক্ষণ পরে গর্ভগৃহের দ্বার খোলা হলে আবার পুণ্যার্থীদের পুজো নেওয়া শুরু হবে এবং বিকেল ৫টা পর্যন্ত পুজো চলবে।