Suvendu Adhikari News: শিশু সুরক্ষা মামলায় হাইকোর্টে স্বস্তিতে শুভেন্দু

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছেলের জন্মদিনে করা টুইট নিয়ে শিশু সুরক্ষা কমিশনের শোকজের মুখে পড়েছিলেন শুভেন্দু অধিকারী।

Suvendu Adhikari News:  শিশু সুরক্ষা মামলায় হাইকোর্টে স্বস্তিতে শুভেন্দু

ট্রাইব টিভি ডিজিটাল: হাইকোর্টে স্বস্তি পেলেন রাজ্যের বিরোধি দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধি দলনেতাকে পাঠানো রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের নোটিসে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। তিন সপ্তাহ পর ফের এই মামলার শুনানি। রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের নোটিসকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার তার শুনানি ছিল।

জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছেলের জন্মদিনে করা টুইট নিয়ে শিশু সুরক্ষা কমিশনের শোকজের মুখে পড়েছিলেন শুভেন্দু অধিকারী। সেই ঘটনায় আদালত স্বস্তি দিল বিরোধী দলনেতাকে। ২০২২ সালের ১৩ নভেম্বর একটি টুইট করেছিলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু তাঁর টুইটে লিখেছিলেন, '' একজনের ছেলের জন্মদিনের পার্টি নিয়ে এলাহি বন্দোবস্ত। আজ রাতে তাজ বেঙ্গলে গ্র্যান্ড সেলিব্রেশন হচ্ছে। কয়লা ভাইপোর ছেলের জন্মদিনের পার্টিতে নিরাপত্তার কড়াকড়ি। ৫০০-র উপরে পুলিশ কর্মী, বম্ব স্কোয়াড, ডগ স্কোয়াড রয়েছে সেখানে। ডোর ফ্রেম মেটাল ডিটেক্টর, হাতে ধরা মেটাল ডিটেক্টর সবই আছে।'' আর এই নিয়েই বিতর্কের সূত্রপাত।  

এদিকে শুভেন্দুর এই ধরনের মন্তব্যে শিশুর সুরক্ষার অধিকার খর্ব হয় বলে রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনে অভিযোগ দায়ের হয়। এরপরই শুভেন্দুকে নোটিস পাঠায় কমিশন। সেই নোটিস খারিজ করার আর্জি ও আপাতত তার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ চেয়ে আদালতে যান বিরোধী দলনেতা। বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের একক বেঞ্চে তার শুনানি চলছে। আপাতত এই নোটিসেই অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল আদালত। নোটিসে কমিশন জানিয়েছিল, এ ধরনের বক্তব্যে শিশুটির নিরাপত্তা, সুরক্ষার বিষয়টি লঙ্ঘিত হতে পারে। তা ভবিষ্যতের জন্যও ক্ষতিকর হতে পারে বলেও কমিশনের নোটিসে স্পষ্ট করে উল্লেখ করা হয়। এর জন্য শুভেন্দুর কাছে জবাবও তলব করে কমিশন। দেশের জুভেনাইল আইন অনুযায়ী কেন শুভেন্দুর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে না তার ব্যাখ্যাও চাওয়া হয়েছিল।