অধরা জামিন, আপাতত জেলই 'অস্থায়ী' ঠিকানা অনুব্রতর

শুক্রবার অনুব্রত মণ্ডলকে আদালতে পেশের আগে সিবিআই এর চার আধিকারিক আসানসোলের বিশেষ আদালতে  হাজির হন।

অধরা জামিন, আপাতত জেলই 'অস্থায়ী' ঠিকানা অনুব্রতর

ট্রাইব টিভি ডিজিটাল: গরুপাচার মামলায় স্বস্তি মিলল না অনুব্রতের। আগামী ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতেই অনুব্রত মণ্ডল। শুক্রবার তাকে আসানসোল জেলা আদালতে পেশ করা হয়। এদিনও অনুব্রতর জামিনের আবেদন করেননি তাঁর আইনজীবী। 

শুক্রবার আসানসোল জেলা আদালতে পেশ করা হয় অনুব্রত মণ্ডলকে। কিন্তু এদিন অনুব্রতর জামিনের আবেদনই করেননি তাঁর আইনজীবী। ফের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। ওই দিনই পরবর্তী শুনানি। এর আগে গত ১৯ জানুয়ারি অনুব্রত মণ্ডলকে তোলা হয়েছিল আদালতে। সেদিন সিবিআই বিচারকের কাছে দাবি করেছিল আরও বেনামি অ্যাকাউন্টের হদিশ মিলেছে। বীরভূমের কোঅপারেটিভ ব্যাংকের ১৭৭ টি বেনামি অ্যাকাউন্টের কথা জানা গিয়েছিল আগেই। তারপর আরও ৫৪টি বেনামি অ্যাকাউন্টের হদিশ মিলেছে। এমনই তথ্য তুলে ধরা হয়েছিল বিচারকের কাছে। সিবিআইয়ের আইনজীবী জানিয়েছিলেন, ওইগুলি সব বাফার অ্যাকাউন্ট। ওই অ্যাকাউন্টগুলির মাধ্যমে ঘুরপথে কোটি কোটি টাকা অনুব্রত এবং তাঁর মেয়ে সুকন্যা মণ্ডল লেনদেন করেছেন। যদিও অনুব্রত মণ্ডলের আইনজীবী দাবি করেছেন  তাঁদের কাছে নতুন কোনও তথ্য নেই বলে জামিনের আবেদন জানানো হয়নি। 

শুক্রবার অনুব্রত মণ্ডলকে আদালতে পেশের আগে সিবিআই এর চার আধিকারিক আসানসোলের বিশেষ আদালতে  হাজির হন। এদিন সিবিআই আধিকারিকদের সঙ্গে ছিল প্রচুর নথি। যদিও অনুব্রত মণ্ডলকে পুনরায় ১৭ ফেব্রুয়ারি আদালতে পেশ করার নির্দেশ দেন বিচারক। এদিকে শুক্রবার অনুব্রত মণ্ডলকে আদালতে পেশ করার সময়ে তাঁকে বেশ অসুস্থ লাগছিল। দীর্ঘ কয়েক মাসের জেলবন্দি দশায় তাঁর চেহারায় অনেক বদল এসেছে।  এমনিতেও বীরভূমের তৃণমূল সভাপতির উচ্চ রক্তচাপ, সুগার-সহ একাধিক শারীরিক সমস্যা আছে। তবে এদিন আদালতে পেশ করার আগে প্রাথমিক পরীক্ষার পর চিকিৎসকরা জানিয়েছেন, তিনি সুস্থই রয়েছে।