চাঁদ হাতে পেলেন সুরাপ্রেমীরা, বাদল দিনে রাস্তায় উলটে গেল মদের গাড়ি

এদিন সকাল থেকেই আকাশের মুখ ভার। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে উত্তরের এই জেলায়। তারমধ্যেই সকাল সকাল রটে যায়, মদ ভরতি গাড়ি উলটে গিয়েছে।

চাঁদ হাতে পেলেন সুরাপ্রেমীরা, বাদল দিনে রাস্তায় উলটে গেল মদের গাড়ি

ট্রাইব টিভি ডিজিটাল: রাস্তায় উল্টে গেল মদ ভর্তি গাড়ি! বোতল কুড়োতে হুড়োহুড়ি পড়ল সুরাপ্রেমীদের সোমবার সকালে শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কে তালমা হাটের রাস্তায় নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায় বিদেশী মদ ভর্তি একটি গাড়ি। আর তারপরেই কার্যত বদলে গেল ওই এলাকার দৃশ্য। 

মদের বোতল কুড়োতে হুড়োহুড়ি পড়ল এলাকার সুরাপ্রেমীদের। পরে জলপাইগুড়ির পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। ঘটনাটি ঘটেছে, জলপাইগুড়ির তালমা হাটের সামনে জাতীয় সড়কে। মদ নিয়ে এলাকাবাসীদের হুড়োহুড়ির পর রাস্তায় যেটুকু অবশিষ্ট ছিল পড়ে সেই কয়েকটি বাক্স নিয়ে গাড়ি উদ্ধার করে ঘটনাস্থল ছাড়ে পুলিশ। সকাল সকাল এমন ঘটনায় হইচই পড়ে যায় তালমা হাট এলাকায়।

এদিন সকাল থেকেই আকাশের মুখ ভার। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে উত্তরের এই জেলায়। তারমধ্যেই সকাল সকাল রটে যায়, মদ ভরতি গাড়ি উলটে গিয়েছে। ঘুম চোখ খুলে গাড়ি চারপাশে ভিড় জমাতে শুরু করেন সুরাপ্রেমীরা। গাড়ি থেকে নামিয়ে আনা হয়, হুইস্কি ভরতি বাক্স। বিয়ারের বোতল। কেউ দু’হাতে দুটি মদের বোতল নিয়ে চম্পট দিয়েছেন। তো কেউ আবার তিন থেকে চারটি বোতলও নিয়েছেন। কেউ কেউ দুটি বোতল রেখে অন্য ব্র্যান্ডের মদের খোঁজে ফিরে এসেছেন। ব্যাগ ভরতি করে নিয়ে গিয়েছেন মদ। কাউকে কাউকে বলতে শোনা গিয়েছে, একা সব নেবেন না। ভাগাভাগি করে নিন। ভিডিওতে দেখা গিয়েছে, মদের বোতল নিয়ে জঙ্গলে মধ্যে দিয়ে চম্পট দিচ্ছেন সুরাপ্রেমীরা।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কোতোয়ালি থানার পুলিশ। উলটে যাওয়া গাড়ি এবং বাকি মদের পেটি উদ্ধার করে তারা। তবে লুট হওয়া মদের বোতল ফিরে পাওয়া যায়নি। ফলে বড় ক্ষতির মুখে পড়েছেন গাড়ির মালিক।