স্বাধীনতার ৭৫: ব্যারাকপুরে ১০০ ফুটের পতাকা উত্তোলন

মঙ্গল পান্ডে ঘাটে বাংলার রাজ্যপালের পাশাপাশি মালা দান করেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী। হাইমাসে ১০০ ফুটের জাতীয় পতাকা উত্তোলন করেণ তিনি।

স্বাধীনতার ৭৫:  ব্যারাকপুরে ১০০ ফুটের পতাকা উত্তোলন

ট্রাইব টিভি ডিজিটাল: স্বাধীনতা দিবসের ৭৫ বছরে হাইমাস উদ্বোধন ব্যারাকপুর স্টেশন সংলগ্ন রাস্তায় এবং ১০০ ফুটের পতাকা উত্তোলন হাই মাসে। স্বাধীনতা সংগ্রামে ব্যারাকপুরের নাম ইতিহাসে বারবার শোনা যায়। ব্যারাকপুরের মঙ্গল পান্ডে ঘাটে প্রতিবছর স্বাধীনতা দিবসে রাজ্যপাল এসে মাল্যদান করেন।

 এবারে মঙ্গল পান্ডে ঘাটে বাংলার রাজ্যপালের পাশাপাশি মালা দান করেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী। হাইমাসে ১০০ ফুটের জাতীয় পতাকা উত্তোলন করেণ তিনি। পতাকা উত্তোলনে ৭ মিনিট সময় লাগে এবং যান্ত্রিকভাবে এই পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলনের পরে ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী সাধারণের জন্য শুভেচ্ছা বার্তাও দেয়। এবং স্বাধীনতায় ব্যারাকপুরের ভূমিকার কথা বলে।

 পতাকা উত্তোলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর টিটাগরের সমস্ত কাউন্সিলর সহ ব্যারাকপুর টিটাগর পৌরসভার পৌরপ্রধান ও ব্যারাকপুরবাসী। প্রতিবারের ন্যায় এবারে ও ব্যারাকপুর পৌরসভা ব্যারাকপুর গান্ধী ঘাট এবং নতুন পালক ব্যারাকপুর স্টেশন সংলগ্ন হাইমাসে পতাকা উত্তোলন করা হয়েছে।

অন্যদিকে স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে ঘড়ির কাঁটায় রাত বারোটা বাজতেই উড়ল জাতীয় পতাকা। বেজে উঠল জাতীয় সঙ্গীত 'জনগণ'। 'বন্দে মাতরম' ধ্বনি উচ্চারণের মধ্যে দিয়ে পালিত হল ভারতবর্ষের স্বাধীনতা দিবসের পঁচাত্তর তম বর্ষপূর্তি উৎসব। রবিবার সন্ধ্যা থেকেই নানান সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত হয় হুগলি জেলায়। পাশাপাশি রাত বারোটায় হয় পতাকা উত্তোলন।