ভারতের প্রথম থ্রি ডি তারামণ্ডল এবার হাওড়ায় !

কলকাতার খুব কাছেই হাওড়া ময়দানে তৈরি হল থ্রি ডি তারামণ্ডল

শীত পড়ছে। আর শীতের মরশুম মানেই বাঙালির ছুটির দিনের ঠিকানা চিড়িয়াখানা, জাদুঘর, বিরলা তারামণ্ডল। শহর ও শহরতলির মানুষ এতদিন তারামণ্ডল বলতে বিড়লা প্ল্যানেটোরিয়ামকেই চিনত। কিন্তু এবার কলকাতার কাছেই তৈরি হচ্ছে আরও একটি তারামণ্ডল। কলকাতার খুব কাছেই হাওড়া ময়দানে তৈরি হল থ্রি ডি তারামণ্ডল। শীতের মরশুমে হাওড়াবাসীর জন্য একটি বড় উপহার হাওড়া পুরনিগমের। আগামী ২ ডিসেম্বর থেকে শরৎ সদনের পাশে তৈরি হওয়া এই তারামণ্ডল খুলে দেওয়া হবে সর্বসাধারণের প্রবেশের জন্য।