তৃণমূলের অঞ্চল সভাপতিকে লক্ষ্য করে গুলি, ফের উত্তপ্ত দিনহাটা

তৃণমূল নেতার উপর গুলি চালানোর খবর মিলতেই ঘটনাস্থলে পৌঁছেছে দিনহাটা থানার বিশাল পুলিশবাহিনী।

তৃণমূলের অঞ্চল সভাপতিকে লক্ষ্য করে গুলি, ফের উত্তপ্ত দিনহাটা

ট্রাইব টিভি ডিজিটাল: তৃণমূলের অঞ্চল সভাপতিকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। গুলি চালালো তৃণমূল আশ্রিত দুস্কৃতীরাই। ঘটনার পরই পলাতক দুস্কৃতীরা। জানা গিয়েছে, এই ঘটনায় গুলি লাগেনি দিনহাটার তৃণমূল অঞ্চল সভাপতি মাহফুজুর রহমানের। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে ফের তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত হয়ে উঠেছে  কোচবিহারের দিনহাটা ১ ব্লকের গিতালদহ ১ গ্রাম পঞ্চায়েত। 

জানা গিয়েছে, তৃণমূল নেতার উপর গুলি চালানোর খবর মিলতেই ঘটনাস্থলে পৌঁছেছে দিনহাটা থানার বিশাল পুলিশবাহিনী। আরও জানা গিয়েছে, গিতালদহ ১ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি মাহফুজুর রহমান বাড়ির কাজে বাইরে গেলে ফেরার সময় পুরুষ মহিলা সহ বেশকিছু মানুষ তাকে ঘিরে ধরে। পরবর্তীতে মাহফুজুর রহমান তার বাড়িতে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের ডাকে।  এরমধ্যেই অঞ্চল সভাপতি নিজের বাড়ির পিছনের দিকে গেলে সেখানে তাকে লক্ষ্য করে ৩-৪ রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ।

 ইতিমধ্যেই গুলি চালানোর খবর শুনে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দিনহাটা থানার পুলিশ। তারা গুলি চালানোর স্থান খতিয়ে দেখছে এবং গুলির অবশিষ্টাংশ খুঁজে বের করার চেষ্টা করছে। এদিকে অভিযোগকারী মাহফুজুর রহমান জানান, যারা তার উপর আক্রমণ করেছে তারা সকলেই সমাজ বিরোধী এবং তৃণমূলের সঙ্গে তারা কেউ জড়িত নয়। তিনি আরও  জানান ইতিমধ্যেই তিনি বিষয়টি দলের উচ্চ নেতৃত্ব এবং বিধায়ককে অবগত করেছেন। 

অপরদিকে অঞ্চল সভাপতি যাদের নামে অভিযোগ করেছেন এই মুহূর্তে তারা সকলেই পলাতক। পুলিশ তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে। সব মিলিয়ে পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে পুনরায় তৃণমূলের গোষ্ঠীকোন্দলে  উত্তপ্ত হয়ে উঠল গীতালদহ ১ গ্রাম পঞ্চায়েত এলাকা।