শহর নোংরা করলেই দিতে হবে কর! নয়া নিয়ম আনছে পুরসভা

দিকে পুরসভার পক্ষ থেকে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের কাজ শুরু হয়েছে। পুরসভার পক্ষ থেকে বাড়ি বাড়ি আবর্জনা ফেলার বালতি দেওয়া হয়েছে।

শহর নোংরা করলেই দিতে হবে কর! নয়া নিয়ম আনছে পুরসভা

ট্রাইব টিভি ডিজিটাল: শহরের যত্রতত্র আবর্জনা ফেললে গুনতে হবে কর। শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এবার খুব শীঘ্রই এই নির্দেশিকা জারি করতে চলেছে ইংরেজবাজার পুরসভা। আগামী কয়েক দিনের মধ্যেই চালু হচ্ছে এই নিয়ম। প্রথম পর্যায়ে শুধুমাত্র ব্যাবসায়িক প্রতিষ্ঠানগুলির জন্য এই নিয়ম চালু করা হবে। 

সূত্রের খবর, আগামীতে শহরের সকলস্তরের নাগরিকদের কর গুনতে হবে যেখানে সেখানে আবর্জনা ফেললে। বর্তমানে শহরের বাসিন্দারা যত্রতত্র আবর্জনা ফেলে দিচ্ছেন। এতে শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সমস্যায় পড়তে হচ্ছে পুরসভাকে। ইংরেজবাজার পুরসভার পক্ষ থেকে কিছু দিন আগেই আবর্জনা ফেলা নিয়ে সাবধান করা হয়েছিল পুর নাগরিকদের। ওয়ার্ডগুলিতে আবর্জনা ফেলার নির্দিষ্ট জায়গা তৈরি করে হোডিং দেওয়া হয়েছিল। আবার যে সমস্ত রাস্তার পাশে বাসিন্দারা বেআইনি ভাবে আবর্জনা ফেলে নোংরা করতেন সেই জায়গাগুলিতে  আবর্জনা না ফেলার বোর্ড দেওয়া হয়। কিন্তু তারপরেও কিছু জায়গায় মানুষ নিয়মিত আবর্জনা ফেলে চলেছে। 

এদিকে পুরসভার পক্ষ থেকে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের কাজ শুরু হয়েছে। পুরসভার পক্ষ থেকে বাড়ি বাড়ি আবর্জনা ফেলার বালতি দেওয়া হয়েছে। পচনশীল আবর্জনার জন্য আলাদা বালতি ও অপচনশীল আবর্জনার জন্য আলাদা বালতি দেওয়া হয়েছে। নাগরিকদের নির্দিষ্ট বালতিতে নোংরা ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। কিছুদিন আগেই রাজ্য সরকারের পুরনগর উন্নয়ন দফতরের একটি প্রতিনিধি দল মালদহের ইংরেজবাজার পুরসভা পরিদর্শনে আসেন। রাজ্য প্রতিনিধি দলের সদস্যরা শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কড়া পদক্ষেপ গ্রহন করার নির্দেশ দেন পুরকর্তাদের। সেই মত পুরসভার পক্ষ থেকে শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কর চালুর চিন্তা ভাবনা শুরু হয়েছে।