Union Budget 2023: বাজেটে নারী শক্তির জয়, সুদের হার নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের

2023 -2024 এর বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman) ঘোষণা করলেন মহিলাদের জন্য এই প্রকল্প।

Union Budget 2023: বাজেটে নারী শক্তির জয়,  সুদের হার নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের

ট্রাইব টিভি ডিজিটাল:  ২০২৪-এর লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে বাজেটে (Union Budget 2023) মাস্টারস্ট্রোক নির্মলা সীতারমনের। বর্তমান অর্থবছরের শুরুতেই বাজেটে মহিলাদের জন্য বড় ঘোষনা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। মহিলাদের জন্য এবার সঞ্চয় প্রকল্প। 

অর্থবছর 2023 -2024 এর বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman) ঘোষণা করলেন মহিলাদের জন্য এই প্রকল্প। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানান, এই প্রকল্পে যোগদান করতে 2 লাখ টাকা 2 বছরের জন্য বিনিয়োগ করতে হবে। প্রকল্পের এই 2 বছরে ৭.৫ শতাংশ হারে সুদ দেওয়া হবে। প্রকল্পটির নাম হল মহিলা সন্মানপত্র। আগামী বছরে আগত লোকসভা ভোটের আগে এটাই মোদি সরকারের শেষ পূর্নাঙ্গ বাজেট। 

এই বছরেই রয়েছে দেশের ৯টি রাজ্যের বিধানসভা ভোট। এই বাজেট আগামী লোকসভা ও বিধানসভা ভোটকে মাথায় রেথে তৈরি করা হয়েছে। যার ফলে মহিলা, আদিবাসী জনজাতির উপর বিশেষ লক্ষ্য দেওয়া হয়েছে। উপজাতি গোষ্ঠীর সামাজিক-অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটাতে PM Primitive Vulnerable Tribal Groups Mission শুরু করতে চলেছে সরকার। ঐতিহ্যবাহী কারিগর এবং কারিগরদের উৎসাহ দিতে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা কৌশল সম্মান দেওয়া হবে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর বাজেট।

এছাড়াও সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে সর্বাধিক 30 লাখ টাকা পর্যন্ত রাখা হবে। পোস্টঅফিসে মান্থলি ইনকাম স্কিমে 4.5 লাখের যায়গায় 9 লাখ টাকা রাখা যাবে। জয়েন্ট অ্যাকাউন্টে 9 লাখ টাকার পরিবর্তে 15 লাখ টাকা রাখা যাবে এবার থেকে।