মলদ্বীপে অগ্নিকাণ্ড, ৯ ভারতীয়র মৃত্যু

মলদ্বীপের রাজধানী শহর মালেতে ভয়াবহ অগ্নিকাণ্ড। বিধ্বংসী অগ্নিকাণ্ডে মুহুর্তের মধ্যে ঝলসে গিয়ে প্রাণ হারালেন অন্তত ৯ জন ভারতীয় শ্রমিক ও ১জন বাংলাদেশী শ্রমিক।

মলদ্বীপে অগ্নিকাণ্ড, ৯ ভারতীয়র মৃত্যু

ট্রাইব টিভি ডিজিটাল: মলদ্বীপের রাজধানী শহর মালেতে ভয়াবহ অগ্নিকাণ্ড। বিধ্বংসী অগ্নিকাণ্ডে মুহুর্তের মধ্যে ঝলসে গিয়ে প্রাণ হারালেন অন্তত ৯ জন ভারতীয় শ্রমিক ও ১জন বাংলাদেশী শ্রমিক। সব মিলিয়ে এখনও পর্যন্ত ১০ জন প্রাণ হারিয়েছেন। আহতের সংখ্যাও বহু। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। 

সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে মালের একটি বহুতলে আগুন লাগে। যে আবাসনটিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেখানে ভারতীয় শ্রমিকরা থাকতেন বলে সূত্র মারফৎ খবরে জানা গিয়েছে। চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এদিকে পরে ওই বহুতলের টপ ফ্লোর থেকে একে একে মৃতদেহগুলি উদ্ধার করেন দমকলের কর্মীরা। ওই বহুতলের একতলায় একটি গাড়ি মেরামতির গ্যারাজ রয়েছে। প্রাথমিক তদন্তে প্রশাসনের দাবি, ওই গ্যারাজ থেকেই আগুন ছড়িয়ে থাকতে পারে। 

প্রসঙ্গত, ওই বহুতলে ভিনদেশের শ্রমিকরাই ছিলেন। তবে এই ঘটনার নেপথ্যে কোনও ষড়যন্ত্র রয়েছে কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এদিকে মালদ্বীপের রাজনৈতিক দলগুলো বিদেশি কর্মীদের সমালোচনা করেছেন।  মলদ্বীপের বেশিরভাগ শ্রমিকই বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কার। কোভিড-১৯ মহামারীর সময় তাদের দরিদ্র জীবনযাপনের অবস্থা প্রকাশ্যে আনা হয়েছিল। যখন স্থানীয়দের তুলনায় বিদেশী কর্মীদের মধ্যে সংক্রমণ তিনগুণ দ্রুত ছড়িয়ে পড়েছিল।